• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০১:০২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২১, ০১:০২ এএম

এভাবেও হেরে ফেরা যায়? 

এভাবেও হেরে ফেরা যায়? 

লক্ষ্য মাত্র ১৫৩ রান। কলকাতার ওপেনিং জুটি ৭২ রানে ভাঙার পর যখন আরেক ওপেনার নীতিশ রানা অর্ধশতক করে ফিরছে, তখনও পাঁচ ওভার হাতে মাত্র ৩১ রান দূরে ইয়ন মরগ্যানের দল। সেখান থেকে মুম্বাইয়ের বিপক্ষে ১০ রানের পরাজয় ভক্তদের বেশ আশ্চর্য করলেও অবশ্যম্ভাবী হয়ে উঠেছিলো। 

টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয়া কলকাতা বেশ ভালোভাবেই নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছিলো। সাকিব আল হাসানের কৃপণ বোলিং, সাথে আন্দ্রে রাসেলের বিধ্বংসী পারফরম্যান্সে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় রোহিত শর্মারা। তবে ভাগ্যে যেন অন্য কিছুই লেখা ছিলো। একইভাবে ধরা পড়েছে কলকাতাও। 

রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলো কলকাতা। ৭২ রানে শুভমন গিল আউট হয়ে জুটি ভাঙার পর অবশ্য কিছুটা লড়াই করার চেষ্টা করছিলেন ইয়ন মরগ্যানরা। কিন্তু পঞ্চম উইকেটে সাকিব আউট হওয়া পর্যন্ত নিয়মিত বিরতিতেই ব্যাটসম্যান যাওয়া আসা করেছে। শেষ ওভারে যখন আন্দ্রে রাসেলও দুর্ভাগ্যের শিকার হয়ে ফিরে গেলেন, তখন পরাজয় ছিলো সময়ের ব্যবধান। রানা এবং গিল ছাড়া আর কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। তৃতীয় দুই অঙ্কের রান যোগ হয়েছে অতিরিক্তের খাত থেকে! 

গিলের ২৪ বলে ৩৩ কিংবা রানার ৪৭ বলে ৫৭ রানের ধীর গতির ইনিংসের পর কলকাতার ব্যাটসম্যানরা বলপ্রতি রানও সংগ্রহ করতে ব্যর্থ। সব মিলিয়ে এমন অবশ্যম্ভাবী কিন্তু অনাকাঙ্ক্ষিত পরাজয়ের কারণ নিয়ে বেশ ভাবতে হবে শাহরুখ খানের দলকে।