• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৮:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৪, ২০২১, ০৮:৪৪ পিএম

নিষেধাজ্ঞায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ 

নিষেধাজ্ঞায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ 

দলের খবর বাইরে বের করা বেশ গুরুতর অপরাধ। সেটি যদি এমন কোনো পক্ষের কাছে হয়, যা ফিক্সিং সংক্রান্ত কাজে লাগতে পারে- সেক্ষেত্রে আরও বেশি শাস্তি পেতে হতে পারে। এমনটিই হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সাথে। 

এই জিম্বাবুইয়ান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী পাঁচটি আইন লংঘন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সবগুলো অভিযোগই ২০১৬ সাল থেকে ২০১৮ সালে জিম্বাবুয়ে এবং বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির হয়ে কোচ থাকাকালীন সময়ে ঘটিত। ২০১৮ সালে সিরিজের ম্যাচে ভেতরের খবর বাইরে ফাঁস করেন তিনি। পরে ভারতীয় প্রিমিয়ার লিগেও একই অভিযোগ প্রমাণিত হয়। এতে করে মোট ৮ বছরের নিষেধাজ্ঞা পেলেন হিথ স্ট্রিক। আগামী ২০১৯ সালের ২৮ মার্চ থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। 

অবশ্য এই অভিযোগ প্রমাণিত হওয়ায় এখন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লেও আশ্চর্য হওয়ার কিছু নেই। বরং এতটা সময় পরে হলেও অভিযুক্তকে শাস্তি দিয়ে আইসিসি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে ক্রিকেটপ্রেমিদের কাছে।