• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ০৬:১৭ পিএম

শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন শেষে অনুশীলনে টাইগাররা 

শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন শেষে অনুশীলনে টাইগাররা 

গত ১২ তারিখ শ্রীলঙ্কায় দুই ম্যাচ টেস্ট সিরিজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ তিনদিনের কোয়ারেন্টিন শেষে নিগোম্বোতে অনুশীলনের অনুমতি পেয়েছে মুমিনুল হকরা। তাই সকল সুবিধা ব্যবহার করে অনুশীলনে আর কোনো বাধা থাকলো না। 

করোনা মহামারীর কারনে আগ্রেই আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছিলো, স্থানীয় কোনো খেলোয়ারকে অনুশীলনের সময় দেয়া হবেনা। তাই এবার ২১ জনের স্কোয়াড নিয়েই রওনা হয়েছে বাংলাদেশ দল। সেখানে আজ হোটেল থেকে প্রায় বিশ মিনিট দূরের একটি মাঠে গিয়েই অনুশীলন শুরু করলেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। বাংলাদেশ সময় সকাল দশটার পরেই মুশফিকুর রহিমদের ঘাম ঝরাতে দেখা গেছে। 

আগামী ১৭-১৮ তারিখ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরেই চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে বলে জানিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ এপ্রিল এবং ১৯ এপ্রিল যথাক্রমে দুটি টেস্ট শুরু হবে। আগামী ৪ মে শ্রীলঙ্কা থেকে ফেরার কথা রয়েছে বাংলাদেশের।