• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৭:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ০৭:১৩ পিএম

করোনা আর ইনজুরির থাবা, মুখোমুখি দিল্লী-রাজস্থান 

করোনা আর ইনজুরির থাবা, মুখোমুখি দিল্লী-রাজস্থান 

দিল্লী ক্যাপিটালসের দুই তারকা করোনা আক্রান্ত। আর এদিকে রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা তারকা বেন স্টোকস ইনজুরিতে। তার উপর প্রথম ম্যাচে রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসনের আত্মবিশ্বাসের খেসারত হেরে দিতে হয়েছে। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থানের বিপক্ষে আজ মাঠে নামছে দিল্লী। 

দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নর্তিয়ের করোনা টেস্টের ফলাফল এখনও পাওয়া যায়নি। ফলে তাকে আজ রাজস্থানের বিপক্ষে দলে পাচ্ছেনা দিল্লী। তবে তারই সতীর্থ কাগিসো রাবাদাকে দলে নেয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অক্ষর প্যাটেলও করোনা আক্রান্ত হওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছেন। ফলে তাকেও দলে পাচ্ছেনা ক্যাপিটালস। 

এদিকে প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময়ে ইনজুরিতে পড়েছেন ইংলিশ তারকা বেন স্টোকস। তাই তাকে ছাড়াই দল সাজাতে হিমশিম খেতে হবে রাজস্থানকে। মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বল হাতে ছিলেন অনুজ্জ্বল। ফলে তার জায়গায় চিন্তা করা হতে পারে অ্যান্ড্রু টাইকে। কিন্তু জফরা আর্চারকে পেতে আরও  কিছুটা সময় লাগবে রাজস্থানের। আঙুলের চোট থেকে সেরে ওঠার পর তাকে শুধুমাত্র অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে। 

সব মিলিয়ে আজ বাংলাদেশ সময় রাত আটটায় মুম্বাইয়ের মাঠে নামছে দুই দল। প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়ে হেরে আসা রাজস্থান চাইবে ভারতীয় প্রিমিয়ার লিগের এই ১৪তম আসরের প্রথম জয়। এদিকে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইকে হারিয়ে ছন্দে থাকা দিল্লী চাইবে নিজেদের জয়ের ধারা ধরে রাখতে।