• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৯:৩০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ০৯:৩০ পিএম

এক সফরেই কোহলির রাজত্ব কাড়লেন বাবর 

এক সফরেই কোহলির রাজত্ব কাড়লেন বাবর 

টানা প্রায় তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান ছিলেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ককে তার স্থানচ্যুত করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকা সিরিজেই দুর্দান্ত পারফর্ম করে শীর্ষে উঠলেন তিনি। 

আইসিসির ওয়ার্ল্ড কাপ সুপার লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু থেকেই ব্যাট হাতে চড়াও ছিলেন বাবর। প্রথম ম্যাচেই শতক করে কোহলিকে সরিয়ে এক নম্বরে উঠেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৩২ রানে আউট হলে আবার দুইয়ে নেমে যান। কিন্তু শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের দাপুটে ইনিংস তাকে ১৩ রেটিং পয়েন্ট এনে দিয়েছে। ফলে ৮৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর, আর ৮৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে কোহলি। 

২০১৫ সালে ওয়ানডে অভিষিক্ত এই তারকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ২০১০ ও ২০১২  সালে নেতৃত্ব দিয়েছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক একদিনের ম্যাচে তার গড় ৫৬.৮৩। ওয়ানডেতে এবার শীর্ষে উঠে কিংবদন্তি জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ এবং মোহাম্মদ  ইউসুফের সারিতে নিজেকে বসালেন তিনি।