• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ১০:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২১, ১০:৩৮ পিএম

চ্যাম্পিয়নস লিগে খেলবে ৩৬ দল!  

চ্যাম্পিয়নস লিগে খেলবে ৩৬ দল!  

বেশ কিছু পরিবর্তন আসতে পারে উয়েফা চ্যাম্পিয়নস লিগে। কার্যনির্বাহী কমিটি আগে থেকেই চলমান ধারার চ্যাম্পিয়নস লিগের বিভিন্ন বিষয় পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছিলো। তারই ধারাবাহিকতায় প্রস্তাবিত কিছু পরিবর্তনের মধ্যে আছে প্রথম রাউন্ডে ম্যাচ ও দলের সংখ্যাও। 

চ্যাম্পিয়নস লিগে বাড়তে পারে আরও চারটি দল। সেই হিসেবে নতুন ফরম্যাটে ছয় দলের ম্যাচের জায়গায় সিঙ্গেল স্ট্যান্ডিং টেবিলে ১০টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল, সেক্ষেত্রে প্রতিপক্ষও হবে আলাদা। বর্তমান নিয়ম অনুসারে তিনটি করে প্রতিপক্ষের বিপরীতে ছয়টি করে ম্যাচ খেলে দলগুলো। এই নিয়মের সুবাদে নিজেদের লিগে শীর্ষস্থান না পেলেও চারটি ক্লাব চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার সুযোগ পাবে। এই নিয়ম ২০২৪-২৫ মৌসুম থেকে কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। সেক্ষেত্রে মোট দল হবে ৩৬ টি। 

অবশ্য আর্থিক বিষয়গুলো নিয়ে দলগুলোর সঙ্গে এখনও বোঝাপড়া চূড়ান্ত করতে পারেনি উয়েফা। সেই হিসেবে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাটে ৩৬ দল নিয়ে আয়োজন করতে গেলে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছুদিন সম্ময় লাগতে পারে বলে জানিয়েছে উয়েফা কার্যনির্বাহী কমিটি।