• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৪:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ০৪:০৩ পিএম

টসে হেরে বোলিংয়ে সাকিবের কলকাতা 

টসে হেরে বোলিংয়ে সাকিবের কলকাতা 

এর আগের দুই ম্যাচে জয়ের ছন্দে ছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ টসে জিতে তাই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। আর কলকাতার দলে এই ম্যাচেও আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

প্রথম থেকেই গুঞ্জন চলছিলো, দলে সাকিবের পরিবর্তে সুনীল নারিনকে সুযোগ দেয়া হতে পারে। কিংবা আনা হতে পারে বোলিং অলরাউন্ডার লকি ফারগুসনকেও। কিন্তু প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানো কলকাতা গত ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের স্বাদ পেয়েছে বেশ তিক্ত অভিজ্ঞতার সাথেই। তবে অধিনায়ক ইয়ন মরগ্যান আস্থা রাখছেন পুরোনো দলের উপরেই। ফলে কোনো পরিবর্তন ছাড়াই খেলতে নামছে কলকাতা। 

অবশ্য এই ম্যাচে চারজন বিদেশী তারকাকে খেলানোর সুযোগ থাকলেও কোহলি নিয়েছেন মাত্র তিন জনকে। গ্লেন ম্যাক্সওয়েল, উইকেটরক্ষম এবি ডি ভিলিয়ার্সের সাথে আছেন কাইল জেমিসন। আগের দুই ম্যাচ জিতে থাকা বেঙালুরু চাইবে এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে। এদিকে আগের ম্যাচে হেরে পিছিয়ে থাকা কলকাতার জন্য এই ম্যাচ টিকে থাকার লড়াই। সেই লড়াইয়ে সাকিবের দল জয় পায় কিনা সেটিই দেখার বিষয়।