• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২১, ০১:২৬ পিএম

বিরতির সময়েই ইনিংস ঘোষণা  শ্রীলঙ্কার

বিরতির সময়েই  ইনিংস ঘোষণা  শ্রীলঙ্কার

আজ পঞ্চম দিনের শুরুতেই দুই থিতু হওয়া ব্যাটসম্যান দিমুঠ করুণারত্নে এবং ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। এরপর অবশ্য ব্যাট চালিয়েই নিজেদের সাড়ে ছয়শো রানের কাছাকাছি নিয়ে গিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই পেয়েছেন ১০৭ রানের লিড, করেছেন ইনিংস ঘোষণা। 

আজ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চায় শ্রীলঙ্কা। কোচ আগেই জানিয়েছিলেন, শেষ দিনে জয়ের জন্যই মাঠে নামবে স্বাগতিকরা। তাই উইকেটের তোয়াক্কা না করেই নিরোশান ডিকওয়েলা, ভানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, সুরাঙ্গা লাকমালের মতো তারকারা খেলছেন মারমুখী হয়ে। ৫৪৪ রানে অধিনায়ক করুণারত্নে আউট হওয়ার পর দলকে তারাই পৌঁছে দেয় ৬৪৮ রানে। আজ বাংলাদেশের বোলাররা পাঁচ উইকেট নিয়েছে, যার মধ্যে তাসকিন দুটি, এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম একটি এবং একটি রান আউটের দেখা পেয়েছে সফরকারীরা। 

আজ শেষ দিনে এখনও ৬৮ ওভার বাকি আছে। নিশ্চিত ড্র থেকে অন্য যেকোনো ফলাফলই বেশ অবাক করবে ক্রীড়াভক্তদের।