• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৫:৫৫ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ০৫:৫৫ এএম

ড্র করেও পিছিয়ে জিদানের মাদ্রিদ 

ড্র করেও পিছিয়ে জিদানের মাদ্রিদ 

এর আগে টমাস টুশেলের বিপক্ষে মোট চারবারের দেখায় কখনও জয় পাননি জিনেদিন জিদান। আজ মঙ্গলবার আলফ্রেডো ডি স্টেফানোতেও অধরা থাকলো সেই জয়। ১-১ সমতায় ড্র হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ঘরে ফিরেছে টুশেলের শিষ্যরা। ফলে আগামী বুধবার চেলসির মাঠে দ্বিতীয় লেগে এক গোল ব্যবধানে জিতলেই ফাইনালের টিকিট পাবে রিয়াল মাদ্রিদ। 

রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া বিশেষ ধন্যবাদ জানাতে পারেন টিমো ভেরেনারকে। দশম মিনিটে পুলিজিকের হেডকে তিনি গোলে পরিণত করতে পারেননি সম্ভাবনা থাকার পরেও। তবে ১৪তম মিনিটে আমেরিকান মিডিফিল্ডার পুলিজিকই অ্যান্টনি রুডিগারের পাসকে জালে জড়িয়ে দলকে প্রথম গোলে এগিয়ে দেন। 

সেই গোল অবশ্য কারিম বেনজেমা শোধ করেন ২৯তম মিনিটে। মার্সেলোর কর্নার কিককে ক্যাসিমিরো এবং মিলিটাও হেড করে পৌঁছে দেন বেনজেমার মাথায়। সেটিকে পায়ে পেয়েই জালের উদ্দেশ্যে ভলি করেন এই ফরাসি স্ট্রাইকার। সেটি শেষ পর্যন্ত জাল খুঁজে নিবে যেন জানতেন বেনজেমা। আর সেই গোলেই সমতায় ফিরেছে রিয়াল।

এরপর দুই দল কিছু কিছু সম্ভাবনা তৈরি করতে পারলেও গোল আদায় করতে পারেনি কেউই। ম্যাচের শেষদিকে বৃষ্টি যেন খেলার গতিতেও কিছুটা বাধ সেধেছিলো। এমন ড্রয়ে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ঘরে ফিরছে চেলসি। তাই ঘরের মাঠে অল ব্লুজদের আগামী বুধবার ড্র করলেই নিশ্চিত ফাইনাল।

এদিকে সেমিফাইনাল থেকে ছিটকে পড়া ধাতে নেই জিদানের। তবে লা লিগায় পয়েন্ট হারানো, কোপা দেল রে তে বাদ পড়া সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগই রিয়ালের চলতি মৌসুমে একমাত্র শিরোপার আলো দেখাচ্ছে। সেই আলোয় উদ্ভাসিত হতে জিদানকে টুশেলের বিপক্ষে অধরা জয় পেতে হবে পরের লেগে, সেটি নিশ্চিত। তাই দলের এমন অবস্থা কোচ জিদান সামলে জয় ছিনিয়ে আনতে পারেন কিনা সেটিই দেখার বিষয়।