• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৮:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ০৮:৪৯ পিএম

সেমিফাইনালে পিএসজি-ম্যানসিটি দ্বৈরথ আজ 

সেমিফাইনালে পিএসজি-ম্যানসিটি দ্বৈরথ আজ 

আজ বাংলাদেশ সময় রাত একটায় পিএসজির মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে নামবে ম্যানচেস্টার সিটি। গতকাল রিয়াল মাদ্রিদ বনাম চেলসির ম্যাচ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ড্র হয়। তবে পরিসংখ্যান বলছে, ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা পিএসজির মরিশিও পোশেত্তিনোর বিপক্ষে তুলনামূলক সফল। 

টানা ১৭ ম্যাচ অপরাজিত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। অন্যদিকে টটেনহ্যাম হটস্পার থেকে বেরিয়ে এসে পিএসজির কোচ হিসেবে দায়িত্ব নেয়া পোশেত্তিনো শিষ্যদের সেমিফাইনালে ওঠার পথে শিখিয়েছেন বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখকে হারানোর মন্ত্র। গত ২৫ ম্যাচের ১৯টিই জিতেছে নেইমার- কিলিয়ান এমবাপ্পের দল। তবে কোচ হিসেবে ১৮ বার মুখোমুখি হয়েছিলেন পোশেত্তিনো এবং গার্দিওলা। সেখানে ২০১৬ সালে ম্যানসিটির দায়িত্ব নেয়া এই কোচ জিতেছেন ১০ বার, অন্যদিকে পিএসজি কোচ পোশেত্তিনো মাত্র তিন ম্যাচে জিতেছেন। 

জয় না পেলেও অন্তত অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফিরতে চাইবে ম্যানসিটি। অন্যদিকে পিএসজি চাইবে ঘরের মাঠে প্রতিপক্ষকে আটকে রাখতে। সবকিছুর উত্তর আজ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচেই পাওয়া যাবে।