• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০৯:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৯:৫৮ পিএম

মাত্র দুই সপ্তাহে নতুন ক্লাবে মরিনহো

মাত্র দুই সপ্তাহে নতুন ক্লাবে মরিনহো

ইউরোপীয় সুপার লিগের ডামাডোলের মাঝেই হঠাৎ করে ঘোষণা দিলেন, খোয়াড়দের নিয়ে অনুশীলনে যাবেন না কোচ জোসে মরিনহো। তাতেই ছাটাই হয়েছিলেন টটেনহ্যাম হটস্পারের এই কোচ। দুই সপ্তাহ না পেরোতেই জানা গেলো, পর্তগিজ কোচকে লুফে নিয়েছে ইতালির ক্লাব রোমা। ফলে পুরোনো লিগে আবারও ফিরছেন তিনি। 

টটেনহ্যামের সাবেক কোচ মরিনহো ইন্টার মিলানে ছিলেন দুই মৌসুম। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ দুটোতেই ইন্টার মিলানকে নিজয়ী করে যোগ দিয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। গতকাল রোমা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, কোচ পাউলো ফনসেকা আর দায়িত্বে থাকছেন না আগামী মৌসুম থেকে। এরপরেই মরিনহোকে নতুন কোচ হিসেবে ঘোষণা দেয়া হয়। ক্লাবের মালিক থিয়াগো পিন্টোর সাথে এ নিয়ে আগে আলোচনা হয়েছিলো মরিনহোর। ক্লাবের উচ্চাশায় তাই তিনিও  স্বপ্ন দেখছেন নতুন চ্যালেঞ্জ নেয়ার। 

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার প্রায় এক বছর পর টটেনহ্যামের ২০১৯ সালের নভেম্বরে দায়িত্বে এসেছিলেন মরিনহো। তবে যততা পরিকল্পনা করে এসেছিলেন, ততটাই অতর্কিতে ছাটাই হয়ে নতুন ক্লাবের দায়িত্ব নিচ্ছেন স্পেশাল ওয়ান।