• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ১২:২২ এএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ১২:২২ এএম

চড়া মূল্যে পিএসজিতে থিতু নেইমার 

চড়া মূল্যে পিএসজিতে থিতু নেইমার 

২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রকে বার্সেলোনা থেকে দলে এনেছিলো পিএসজি। নানা গুঞ্জনে বার্সেলোনায় ফেরার কথা শোনা গেলেও সেটিকে গতকাল শনিবার এক বিবৃতিতে উড় কথাতেই সীমাবদ্ধ রাখলো দলটি। বাৎসরিক তিন কোটি ইউরো বেতনে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। 

নেইমারের সাথে কিলিয়ান এমবাপ্পের বোঝাপড়া বেশ ভালো হচ্ছে সময় গড়ানোর সাথে। এছাড়াও মার্কুইনহোস, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো তারকাদেরও পাশে পেয়ে দলকে এগিয়ে নিচ্ছেন নেইমি। তার প্রমাণ এই দুই আসরের চ্যাম্পিয়নস লিগ। সর্বশেষ আসরে বায়ার্নের কাছে ফাইনালে শিরোপা খোয়ানো নেইমাররা তাদের চলতি আসরে বিদায় করেছে কোয়ার্টার ফাইনালেই। তবে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। তবে বেশ কিছুদিন ধরে নিজেকে খুঁজে ফিরছেন নেইমার। কিন্তু পিএসজির দীর্ঘ পরিকল্পনার অংশ হতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তিনি। 

লিগ ওয়ানের দলটির হয়ে মোট ১১২ ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার, করেছেন ৮৫ গোল। তবে শুধু গোলের সংখ্যা দিয়ে মাঠে নেইমারের প্রভাব দেখতে গেলে ভুল করবেন অনেকেই। সাথে আগামী মৌসুম পর্যন্ত এমবাপ্পের চুক্তিও যদি বর্ধিত হয়, বেশ স্বস্তিতেই নিজেদের গুছাতে পারবে ক্লাবটি।