• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ০৯:২০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ০৯:২১ পিএম

নিষেধাজ্ঞায় বাংলাদেশের এএফসি কাপ স্থগিত

নিষেধাজ্ঞায় বাংলাদেশের এএফসি কাপ স্থগিত

এএফসি কাপে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলো বসুন্ধরা কিংস। চলতি মাসের ১৪ মে গ্রুপ পর্বের জন্য রওনা দিতে বিমানবন্দরেও পৌঁছে গিয়েছিলো তারা। তবে মালদ্বীপের আগমন নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ থাকায় পত্রপাঠ ফেরত আসতে হয়েছে দলকে। করোনার থাবায় স্থগিত হয়েছে টুর্নামেন্টটিও। 

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিলো বসুন্ধরার খেলোয়াড়দের। কিন্তু উপমহাদেশে করোনার ভয়াল দিনগুলো যেন বেড়েই চলেছে। পাকিস্তান সুপার লিগের পর সম্প্রতি ভারতীয় প্রিমিয়ার লিগও স্থগিত করতে হয়েছে খেলোয়াড় এবং স্টাফদের করোনা আক্রান্ত হওয়ায়। তাই মালদ্বীপ সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান , শ্রীলঙ্কা , আফগানিস্তান এবং পাকিস্তান। সেটিই নিশ্চিত করে কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক জানালেন, আপাতত স্থগিত এএফসি কাপ। 

বসুন্ধরা কিংসের সাথে ডি গ্রুপে রয়েছে ভারতের মোহনবাগান এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। গ্রুপ পর্বের উদ্বোধনী দিনেই মাজিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত করোনার কারণে স্থগিত হয় ফুটবল টুর্নামেন্টটি।