• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১২, ২০২১, ০১:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০১:২৭ পিএম

ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধে সালাহর আহ্বান

ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধে সালাহর আহ্বান

সম্প্রতি ইসরায়েলের হামলায় ৩৬ ফিলিস্তিনি নিহত হন, যার মধ্যে ছিল নারী এবং শিশুরাও। এমন জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ এসেছে বিশ্বজুড়েই। মিসরীয় ফুটবলার মোহামেদ সালাহ এমন হত্যাকাণ্ড বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

নতুনভাবে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এমনকি আল-আকসায় ইসরায়েলের নিরাপত্তারক্ষী বাহিনী হামলা করেছে। গত মঙ্গলবার সালাহ টুইট করেন, “আমি চার বছর ধরে যেখানে বাস করছি, সেই দেশের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্বনেতাদের আহ্বান জানাই নিরীহ জনগণ হত্যা বন্ধে নিজেদের ক্ষমতায় যথাসাধ্য চেষ্টা করার জন্য। যথেষ্ট হয়েছে।” 

বুধবার (১২ মে) গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলের হামলায় ৩৬ জন নিহতের মধ্যে ১০ জন নারী ও শিশু এবং আহত হয়েছেন ২৫০ জন। এদিকে গাজা থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলের পাঁচজন মারা গেছে।