• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৩, ২০২১, ০১:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ০২:১০ পিএম

পুরো পারিশ্রমিক পাবেন সাকিব-মোস্তাফিজ 

পুরো পারিশ্রমিক পাবেন সাকিব-মোস্তাফিজ 

মাঝপথে ভারতীয় প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় আড়াই হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে। তবে আটকে যাবে না ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দলগুলোর খেলোয়াড়দের পারিশ্রমিক। বীমা থাকার কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পরেও যদি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আর না খেলতে যান, তবু সম্পূর্ণ পারিশ্রমিক পাবেন তারা। 

১৪তম আসরে করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে হয়েছে। তবে আগামীতে এই আসর আবারও অনুষ্ঠিত হওয়ার সময়ে দলের হয়ে আন্তর্জাতিক সূচি থাকলে সে ক্ষেত্রে খেলোয়াড়কে ছেড়ে দিতে বাধ্য কর্তৃপক্ষ। অন্যদিকে খেলা শুরুর আগেই বীমার কথা উল্লেখ থাকে চুক্তিপত্রে। মোট তিন ধাপে আইপিএল খেলোয়াড়দের বেতন দেয়া হয়, যার মধ্যে এখনও দুই কিস্তি বাকি। বীমা থাকার কারণে ফ্র্যাঞ্চাইজিরা পারিশ্রমিক দিতে ব্যর্থ হলেও তা বীমা কর্তৃপক্ষ পরিশোধ করবে। 

চলতি আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র তিন ম্যাচে। আর কাটার মাস্টার মোস্তাফিজকে রাজস্থানের জার্সিতে শুরু থেকেই সব কটি ম্যাচের মূল একাদশে নিয়মিত মুখ হিসেবে দেখা গেছে। তবে মহামারির কারণে আসর স্থগিত হয়ে দেশে ফেরায় তাদের বেতন কাটার সুযোগ থাকছেনা সেটি আপাতত স্পষ্ট। আগামীতে তারা খেলতে যেতে পারবেন কিনা সেটিও আয়োজনের সময় জানা যাবে।