• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০৩:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০৪:০৮ পিএম

‘যদি’ ‘কিন্তু’তে ঝুলছে রিয়ালের লা লিগা স্বপ্ন 

‘যদি’ ‘কিন্তু’তে ঝুলছে রিয়ালের লা লিগা স্বপ্ন 

লা লিগার শুরুর সমীকরণ বেশ বদলেছে দ্বিতীয় লেগে এসে। প্রথম লেগে দুর্দান্তভাবে এগিয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের দ্বিতীয় লেগে স্বভাবসুলভ হোঁচট খেয়েছে, এদিকে ঘুরে দাঁড়িয়ে জয় পেতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে সমীকরণের মারপ্যাঁচে মৌসুমে কোনো ট্রফির স্বাদ পাবে কি না জিনেদিন জিদানের দল, এটিই এখন বড় প্রশ্ন। 

এর আগে কোপা দেল রেতে হেরে যাওয়ায় মৌসুমে ট্রফির স্বাদ পাওয়া হয়নি রিয়াল মাদ্রিদের। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে চেলসির কাছে হেরে বিদায় নেওয়ায় এখন জিদানের সামনে একমাত্র ট্রফির হাতছানি লা লিগা।

স্বপ্ন ছুঁতে গেলে রিয়ালকে হারা চলবে না বাকি দুই ম্যাচ। আগামীকাল অ্যাথলেটিক ক্লাব এবং চলতি মাসের ২৩ তারিখ ভিয়ারিয়ালের বিপক্ষে জয় ছাড়া কোনো উপায় নেই করিম বেনজেমা-সার্জিও রামোসদের সামনে। তবে বাকি দুই ম্যাচে জয় হলেই হবে না, আশায় বসে থাকতে হবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর হারের। আগামীকাল ওসাসুনার বিপক্ষে অ্যাটলেটিকো যদি ড্র করে বা হারে, তবে ভাগ্য খুলবে রিয়ালের। ড্র করলে দুই দলেরই পয়েন্ট ৮১ হবে, তবে মুখোমুখি জয়ে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ। হারলে রিয়াল এক পয়েন্টে এগিয়ে থাকবে।

আগামীকাল দুই দলই জয় পেলে শেষ ম্যাচে ভিয়ারিয়ালকে জিততে কিংবা ড্র করতেই হবে মৌসুমের শেষ ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে। 

তাই আপাতত জয় ছাড়া লা লিগার স্বপ্ন অধরাই থাকবে রিয়াল মাদ্রিদের। তবে সমীকরণ বলছে, পা ফসকানোর সম্ভাবনা রিয়ালেরই বেশি। আগামীকাল অ্যাটলেটিকোর জয় আর রিয়ালের পরাজয় হলে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের উৎসব করতে পারে দিয়েগো সিমিওনের দল।