• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৬, ২০২১, ১১:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২১, ১১:১০ পিএম

‘লর্ড’ কিংবা ‘স্যার’ শুনে বিব্রত নন মিঠুন 

‘লর্ড’ কিংবা ‘স্যার’ শুনে বিব্রত নন মিঠুন 

বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হলেও সবচেয়ে জনপ্রিয় খেলার তালিকায় চলে এসেছে ক্রিকেট। তাই ক্রিকেট নিয়ে ভক্তদের আবেগ বেশি এবং খারাপ পারফর্ম করলে খেলোয়াড়দের সমালোচনার মুখোমুখি হওয়া স্বাভাবিক ঘটনা। সেই হিসেবে ‘লর্ড’ কিংবা ‘স্যার’ উপাধি পেয়ে একদমই বিব্রত নন মোহাম্মদ মিঠুন। 

ক্রিকেট বিষয়ক বাংলাদেশী গণমাধ্যম বিডিক্রিকটাইমকে দেয়া এক সাক্ষাৎকারে মিঠুন বেশ কিছু বিষয়ে নিজের মতামত জানান। তার মধ্যে উঠে এসেছে এমন বিদঘুটে উপাধির ব্যাপারটিও। মিঠুন জানান, “সত্যি বলতে আমি এসব না শোনার চেষ্টা করি। যতটুকু পারি আমি এই জিনিসগুলো এড়িয়ে চলি। আজকে আমি বাংলাদেশ দলে যে এসেছি, আপনিও আনেননি, যারা আমাকে ‘স্যার’ বা লর্ড’ বলছে তারাও আনেনি। এখানে আসতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমি কোনো কিছু সহজে পাইনি। অনেক লম্বা সময় ক্রিকেট খেলার পর বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি।” 

মিঠুন মনে করেন, বাংলাদেশে নেতিবাচক আলাওচনা বেশি হয় এবং ইতিবাচক আলোচনা গণমাধ্যমে কম আসে। তাই মাঠের খেলায় নিজেদের প্রমাণ করতে চান মিঠুন, ভক্তরা এমন উদ্ভট উপাধি দিলেও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।