• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ১২:০০ এএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড থেকেই বিশ্রামে দুজন!

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড থেকেই বিশ্রামে দুজন!

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বল হাতে দেখা গিয়েছিলো রুবেল হোসেনকে। হাসান মাহমুদও পেয়েছিলেন চোট। দুজনেই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। তবে সেই চোট থেকে সেরে না ওঠায় দুজনকে  সিরিজে দেখা যাবেনা। 

আগামী ২৩ মে থেকে তিনটি দিবারাত্রির ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। স্কোয়াড ঘোষণার পরেই শ্রীলঙ্কায় টেস্ট সফরে থাকা খেলোয়াড় ছাড়া সকলে ক্যাম্পে যোগদান করেছিলেন। তবে নিউজিল্যান্ড সফরের চোট বেশ ক্ষতি করেছে রুবেল হোসেনের। মেরুদন্ডের ডিস্কে আঘাত পাওয়ায় তার অনুশীলনে আসার মতো অবস্থা নেই। অন্যদিকে পিঠের চোটে থাকা হাসান মাহমুদকে খেলানোর ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

এই দুজন বাদে ২৩ সদস্যের স্কোয়াডে আরও আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম। এমনকি কোনো ম্যাচে সুযোগ পেলে মোহাম্মদ সাইফউদ্দিনের স্টক পেসও প্রতিপক্ষের উইকেট নিতে পারে। তাই সব মিলিয়ে দুজনকে বিশ্রামেই রাখতে হচ্ছে বাংলাদেশকে।