• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৫:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৫:৩৯ পিএম

কোহলির পক্ষে বাট, ভনের মানসিক কোষ্ঠকাঠিন্য! 

কোহলির পক্ষে বাট, ভনের মানসিক কোষ্ঠকাঠিন্য! 

ইংল্যান্ড দল ভারতে গিয়ে সিরিজে প্রথম হারের পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের বিপক্ষে বেশ সরব সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বিরাট কোহলির মতো খেলোয়াড়কে নিয়ে সমালোচনার সময়ে ভনকে খোঁচা দিয়েছিলেন সাবেক পাকিস্তানি  অধিনায়ক সালমান বাট। আপাতত ভনের তর্কযুদ্ধ বাটের সঙ্গেই। 

কিছুদিন আগেই নিউজিল্যান্ডের স্পার্ক স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ভন জানান, কেন উইলিয়ামসন কেবল ভারতীয় নন বলেই কোহলিকে নিয়ে এত উচ্চবাচ্য। তাই কোহলির জনপ্রিয়তার পেছনে তুলনামূলক পারফরম্যান্সের সঙ্গে ভারতের জনগণ, বিজ্ঞাপন এবং ওয়েবসাইটগুলোর ক্লিকের হিসাবকেও রাখছেন তিনি। এই ব্যাপারে বাটের মন্তব্য ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির শতকের সংখ্যা ৭০, যেখানে ওয়ানডে ক্যারিয়ারে শেষ পর্যন্ত শতরানের দেখা পাননি ভন। সুতরাং কোহলিকে নিয়ে সমালোচনার যোগ্যতা নেই ভনের।

এটিকে বেশ ব্যক্তিগতভাবে নিয়েছেন ভন। তার মতে, বাটের এমন চিন্তার স্বচ্ছতা ২০১০ সালে মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিংয়ে জড়িত হওয়ার সময়ে থাকলেও বেশ ভালো হতো। 

ভুলে যেতে চাওয়া সেই তিক্ত অতীত ভন সামনে আনায় বেশ বিব্রত বাট। তিনি বলেন, “তার মন্তব্য খুবই সস্তা, দূর্বল জায়ায় আঘাত করা। সে অতীত নিয়ে কথা বলতেই পারে। আমরা দুজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছিলাম, যেখানে এমন মন্তব্য অপ্রাসঙ্গিক। তিনি ক্রিকেটীয় যুক্তি দিয়ে আমাদের কথার জবাব না দিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কোষ্ঠকাঠিন্য একটি অসুখ, যেখানে সবকিছু ধীরে ধীরে বের হয়। অনেকেরই মানসিক কোষ্ঠকাঠিন্য আছে।”

ইংলিশ সাবেক অধিনায়কের ১৮ শতকের সব কটিই টেস্টে। ৮৬টি ওয়ানডে খেলেও শতকের দেখা পাননি, তবে ২৭.১৫ গড়ে পেয়েছেন ১৬টি অর্ধশতক। অন্যদিকে কোহলি নিজেকে প্রমাণ করেই তিন ফরম্যাটে সেরা ব্যাটসম্যানদের তালিকায় নিজেকে থিতু রেখেছেন দীর্ঘদিন ধরে।