• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০২১, ১১:৪৭ এএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০২১, ১২:৪৪ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে শঙ্কা নেই

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে শঙ্কা নেই

করোনার হানায় হঠাৎ করেই শঙ্কা দেখা দিয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে নিয়ে। রোববার (২৩ মে) দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর মধ্যে খবর আসে, লঙ্কান দলের দুই ক্রিকেটারসহ ৩ জন করোনায় আক্রান্ত। পরে জানা যায়, বাংলাদেশ শিবিরের দুইজনও করোনা আক্রান্ত।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (সিবিবি) পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ম্যাচ নিয়ে শঙ্কা নেই। তিনি আরো জানান, লঙ্কান দলের করোনায় আক্রান্তর সংবাদটি ভিত্তিহীন। তাদের যে পাঁচ জনের করোনা পজিটিভি এসেছিল, দ্বিতীয় পরীক্ষায় তাদের চারজনেরই নেগেটিভ ফল আসে। ফলে সূচি অনুসারে ঠিক সময়েই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। 

বিসিবির চিকিৎসক শাকিল আহমেদও জানান শুধুমাত্র শিরান ফার্নান্দোর করনোভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বাকি দুজন নেগেটিভ। এমনকি বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার এবং বাস ড্রাইভারের পজিটিভ হওয়ার যে খবর ছড়িয়েছে সেটিও ভিত্তিহীন।