• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৭:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২১, ০৭:০৩ পিএম

মাঠে থাকবেন না জামাল-মাসুক-বিপলু-রহমত! 

মাঠে থাকবেন না জামাল-মাসুক-বিপলু-রহমত! 

পূর্ণ শক্তির দল নিয়ে আফগানিস্তানের সাথে ড্র করার পর ভারতের বিপক্ষে হেরেছিলো বাংলাদেশ। এবার ওমানের বিপক্ষে আগামী ম্যাচে বড় বিপাকেই পড়বে বাংলাদেশ। কারণ, কার্ডের কারণে ছিটকে যাচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, মিডফিল্ডার মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ এবং রক্ষণভাগের খেলোয়াড় রহমত মিয়া। ফলে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের উত্থান আরও কঠিন হয়ে গেলো। 

সাত ম্যাচ শেষে দুই ড্র এবং পাঁচ হারে বাংলাদেশ মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে। আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করার ম্যাচে হাতে চোট পেয়েছিলেন মিডফিল্ডার সোহেল রানা। হাড়ে চিঁড় ধরায় ভারতের বিপক্ষে খেলেননি তিনি। জনিও চোটের কারণে খেলেননি। এবার ফিফার নিয়ম অনুযায়ী পরপর দুই রাউন্ডে দুইটি হলুদ কার্ডের জন্য বাছাই পর্বের তৃতীয় ম্যাচে বাইরে থাকবেন জামাল, রহমত এবং বিপলু। 

রক্ষণভাগের তারকা বিশ্বনাথ ঘোষ, ফরোয়ার্ড সাদ উদ্দিন, গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ক্যাম্প শুরু হওয়ার পরেই চোটে পড়ে। ক্যাম্প শুরুর আগেই চোটের কারণে ছিটকে যান ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। এর মধ্যে কার্ডের কারণে তিনজন খেলোয়াড় না পাওয়ার কারণে ওমানের বিপক্ষে বেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।