• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০২১, ১২:৪৮ এএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০২১, ১২:৪৮ এএম

শাকিরির জোড়া গোলেও সুইসদের হতাশা

শাকিরির জোড়া গোলেও সুইসদের হতাশা

জিতলেই হবে না, গড়তে হবে বড় ব্যবধান আর তাকিয়ে থাকতে হবে আরেক ম্যাচের দিকে- এমন সমীকরণ নিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে মাঠে নেমেছিল সুইজারল্যান্ড। ৩-১ গোলের দারুণ জয় নিয়েই তারা মাঠ ছেড়েছ। অথচ ইতালির বিপক্ষে ১-০ গোলে হেরেও ওয়েলস চলে গেল ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে আর বাদ পড়ল সুইজারল্যান্ড।

রোববার (২০ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটেই স্টিভেন জুবেরের গোলে সুইসরা লিড পায়। ২৬ মিনিটে জুবেরের পাসে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন দলের সেরা তারকা জার্দান শাকিরি। 

বিরতির পর ৬২ মিনিটে ইরফান ক্যান তুরস্কের হয়ে গোল করে ব্যবধান কমান। ছয় মিনিট পর আবারো শাকিরির ঝলক; বলের জোগানদাতা সেই জুবের। বাঁ পায়ের শটে গোলপোস্টের একেবারে উঁচুতে জালে বল জড়ান শাকিরি। আর তাতে করে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দেখতে থাকে সুইজারল্যান্ড। 

যদিও শেষমেশ পারেনি। তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে এ গ্রুপের টেবিলের সবার উপরে থাকল ইতালি। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ ওয়েলস। তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয়ের ফলে ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আসর থেকে বিদায় নিয়েছে সুইজারল্যান্ড। তুরস্ক সব ম্যাচ হেরেই এবারের ইউরো মিশন শেষ করেছে।  

আরআইএস