• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০৩:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২১, ০৩:১৯ পিএম

ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের সূচি 

ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের সূচি 

আগামী শনিবার (২৬ জুন) রাত থেকে শুরু হচ্ছে ইউরো ২০২০ টুর্নামেন্টের নক আউট পর্বের খেলা। ছয় দলের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং পারফরম্যান্সের ভিত্তিতে ছয় গ্রুপ টেবিলের তিন নম্বরে থাকা সেরা ৪ দল শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। এ গ্রুপ থেকে সুইজারল্যান্ড, সি গ্রুপ থেকে ইউক্রেন, ই গ্রুপ থেকে চেক প্রজাতন্ত্র ও এফ গ্রুপ থেকে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল তিন নম্বরে থাকা সেরা চার দলের তালিকায় আছে। 

ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বের সম্পূর্ণ সূচি ও বাংলাদেশ সময় কখন শুরু হবে ম্যাচ, তা দেখে নেয়া যাক।


রাউন্ড অফ সিক্সটিন

প্রথম ম্যাচ- ২৬ জুন : ওয়েলস বনাম ডেনমার্ক - ম্যাচ শুরু রাত ১০টা - স্থান আমস্টারডাম, নেদারল্যান্ডস।

দ্বিতীয় ম্যাচ- ২৭ জুন : ইতালি বনাম অস্ট্রিয়া - ম্যাচ শুরু রাত ১টা - স্থান ওয়েম্বলি, ইংল্যান্ড।

তৃতীয় ম্যাচ-২৭ জুন : নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র - ম্যাচ শুরু রাত ১০টা - স্থান বুদাপেস্ট, হাঙ্গেরি।

চতুর্থ ম্যাচ-২৮ জুন : বেলজিয়াম বনাম পর্তুগাল - ম্যাচ শুরু রাত ১টা - স্থান সেভিয়ে, স্পেন।

পঞ্চম ম্যাচ-২৮ জুন : ক্রোয়েশিয়া বনাম স্পেন - ম্যাচ শুরু রাত ১০টা - স্থান কোপেনহেগেন, ডেনমার্ক।

ষষ্ঠ ম্যাচ-২৯ জুন : ফ্রান্স বনাম সুইজারল্যান্ড - ম্যাচ শুরু রাত ১টা - স্থান বুখারেস্ট, রোমানিয়া।

সপ্তম ম্যাচ-২৯ জুন : ইংল্যান্ড বনাম জার্মানি - ম্যাচ শুরু রাত ১০টা - স্থান ওয়েম্বলি, ইংল্যান্ড।

অষ্টম ম্যাচ-৩০ জুন : সুইডেন বনাম ইউক্রেন - ম্যাচ শুরু রাত ১টা - স্থান গ্লাসগো, স্কটল্যান্ড।


কোয়ার্টার ফাইনাল

প্রথম ম্যাচ- ২ জুলাই : পঞ্চম ম্যাচ জয়ী বনাম ষষ্ঠ ম্যাচ জয়ী - ম্যাচ শুরু রাত ১০টা - স্থান সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।

দ্বিতীয় ম্যাচ- ৩ জুলাই : দ্বিতীয় ম্যাচ জয়ী বনাম চতুর্থ ম্যাচ জয়ী - ম্যাচ শুরু রাত ১টা - স্থান মিউনিখ, জার্মানি।

তৃতীয় ম্যাচ- ৩ জুলাই : প্রথম ম্যাচ জয়ী বনাম তৃতীয় ম্যাচ জয়ী - ম্যাচ শুরু রাত ১০টা - স্থান বাকু, আজারবাইজান।

চতুর্থ ম্যাচ ৪ জুলাই : সপ্তম ম্যাচ জয়ী বনাম অষ্টম ম্যাচ জয়ী - ম্যাচ শুরু রাত সাড়ে ১টা - স্থান রোম, ইতালি।

সেমিফাইনাল

৭ জুলাই : প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী - ম্যাচ শুরু রাত ১টা - স্থান ওয়েম্বলি, ইংল্যান্ড।

৮ জুলাই : তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল জয়ী - ম্যাচ শুরু রাত ১টা - স্থান ওয়েম্বলি, ইংল্যান্ড।

ফাইনাল

১২ জুলাই : প্রথম সেমিফাইনাল জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনাল জয়ী - ম্যাচ শুরু রাত ১টা - স্থান ওয়েম্বলি, ইংল্যান্ড।