• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০২১, ০৫:৪৫ পিএম

কিউইরা এখন তাদের ক্রিকেট ইতিহাসে সেরা: হ্যাডলি

কিউইরা এখন তাদের ক্রিকেট ইতিহাসে সেরা: হ্যাডলি

২০১৫ বিশ্বকাপ কিংবা ২০১৯ বিশ্বকাপের ফাইনাল নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে হতাশার প্রতিচ্ছবি। পুরো টুর্নামেন্টে দারুণ খেলেও ফাইনালে জয়ের কাছ থেকে ফিরে আসা এ যেন নিয়তি হয়ে উঠেছিল কিউদের। সেই সব হতাশা দূরে ঠেলে প্রতিক্ষিত এক বিশ্বসেরার মুকুট আসলো কেন উইলিয়ামসনের হাত ধরে। তাও আবার টেস্ট ক্রিকেটর মতো আভিজাত ফরম্যাটে।

প্রথমবারের মতো আয়োজিত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে। কোন সন্দেহ নেই গত কয়েকবছর ধরেই অসাধারণ খেলে আসছে উইলিয়ামসন আর তার দল। ফাইনাল জয়ের পর তাই সাবেকদের মুখে উইলিয়ামসন বন্দনা। স্যার রিচার্ড হ্যাডলি বলেই ফেললেন বর্তমান নিউজিল্যান্ড দলটা তাদের ক্রিকেট ইতিহাসেই সেরা।

এ বিবৃতিতে তিনি বলেন, 'উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের দুর্দান্ত কৃতিত্ব উদযাপনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে এটি একটি বিশেষ দিন। এটি একটি রোমাঞ্চকর টেস্ট ম্যাচ ছিল, যার মধ্যে অনেক নাটকিয়তা ছিল। এটি একটি খুব ভাল ভারতীয় দলের উপর ব্ল্যাকক্যাপসদের দুর্দান্ত পারফরম্যান্স ছিল।'

তিনি আরো বলেন, 'কয়েক বছর ধরে এনজেডিসি খেলোয়াড়দের একটি গুরুত্বপূর্ণ গভীরতা তৈরি করেছে, যা আমাদেরকে বিশ্ব ক্রিকেটে অন্যতম প্রতিযোগিতামূলক দল হিসাবে গড়ে তুলেছে। এটা বলা ঠিক যে এই খেলোয়াড়দের বর্তমান দলটি আমাদের ইতিহাসে সেরা।'

উইলিয়ামসন আর দলকে কৃতিত্ব দিয়েই থামেননি হ্যাডলি। সমানভাবে এই জয়ের কৃতিত্ব তিনি ভাগ করে দিয়েছেন নিউজিল্যান্ড দলের বর্তমান টিম ম্যানেজমেন্ট এবং সহায়তা কর্মীদের। একই সঙ্গে ক্রিকেটারদের দল হিসেবে এত বছর ধরে গড়ে তোলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশংসাও ঝড়লো তার কন্ঠে।

এ প্রসঙ্গে হ্যাডলি বলেন, 'গত দুই বছর ধরে, টেস্ট অঙ্গনে ব্ল্যাকক্যাপস পারফরম্যান্স দেশ-বিদেশে টেস্ট ম্যাচ এবং সিরিজ জয়ের সাথে দুর্দান্ত হয়েছে এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পুরোপুরি যোগ্য। পুরো দলটি উচ্চমানের পেশাদারিত্ব দেখিয়েছে।'

তিনি আরো যোগ করে বলেন, 'তাদের দক্ষতা সেটগুলি তাদের সম্পূর্ণ ইউনিট হিসাবে তৈরি করতে একে অপরের পরিপূরক হয়েছে। পরিচালনা ও সহায়তা কর্মীরা সর্বোচ্চ স্তরে পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।'