• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১২:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০২১, ১২:৩৩ পিএম

ফিফা-২০২২ ভার্সনে ইতিহাস গড়তে যাচ্ছেন অ্যালেক্স স্কট 

ফিফা-২০২২ ভার্সনে ইতিহাস গড়তে যাচ্ছেন অ্যালেক্স স্কট 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম ফিফার লেটেস্ট ভার্সনে ইতিহাসে প্রথমবারের মতো ইংরেজি নারী ধারাভাষ্যকার পেতে যাচ্ছে। ফুটবল ভিডিও গেম ফিফা-২০২২ ভার্সনে তার ধারাভাষ্য শুনতে পাবে গোটা দুনিয়া। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা নারী ধারাভাষ্যকার অ্যালেক্স স্কটের নাম ঘোষণা করেছে। 

ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দলের হয়ে ১৪০টি ম্যাচ খেলা স্কট অবসরের পর ধারাভাষ্যকে নিজের পেশা হিসেবে বেছে নেন। বিবিসি স্পোর্টসে তিনি দক্ষতার সঙ্গে পুরুষদের পাশাপাশি কাজ করে ইতোমধ্যে ফুটবল দুনিয়ায় খ্যাতি অর্জন করে ফেলেছেন।

আর্সেনাল নারী দলের সাবেক এই রাইট ব্যাক এক প্রতিক্রিয়ায় বলেন, প্রথম ইংলিশ নারী ভাষ্যকার হিসেবে আমি ফিফার ফিচারে সুযোগ পেয়েছি। আশা করি আমি শেষ নারী নই। আমি জানি ফুটবল কমিউনিটিতে নারী শক্তি প্রদর্শনে এটি ভূমিকা রাখবে।