• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১২:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৬, ২০২১, ১২:০১ পিএম

মেসির বার্সেলোনায় থাকা এখনো অনিশ্চিত

মেসির বার্সেলোনায় থাকা এখনো অনিশ্চিত

আগামী ৮ আগস্ট জুয়ান গাম্পার ট্রফিতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসকে আতিথ্য দেবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইউরোপীয় গণমাধ্যম বলছে, চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের বিপক্ষে লিওনেল মেসির খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ নতুন চুক্তিপত্রে এখনও স্বাক্ষর করেননি মেসি। ক্লাব বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা আগেই দাবি করছেন, চুক্তি নবায়ন কেবলই সময়ের ব্যাপার। কিন্তু কালক্ষেপণের ফলে দ্বিধা কাটছে না সমর্থকদের মন থেকে।

খবর বেরিয়েছে, আগের বেতনের ৫০ শতাংশ অর্থেই নাকি নতুন চুক্তি করতে রাজি হয়েছেন লিও। যদিও চরম অর্থ সংকটের কারণে কিছুই পাকাপাকি করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ। নিজেদের মাঠে জুভেন্তাসের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচটিতে প্রিয় তারকার খেলা নিয়ে শঙ্কা থাকায় গ্যালারিতে বসার সুযোগ পাওয়া প্রায় ২০ হাজার দর্শকের মন খারাপ।

এই মুহূর্তে স্ত্রী-সন্তানদের নিয়ে ছুটিতে থাকা লিওনেল মেসি অবশ্য ওসব নিয়ে খুব একটা ভাবতে চান না। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের আনন্দের মাত্রা বাড়িয়ে দিচ্ছে মিয়ামি বিচে কাটানো দারুণ সময়টা।

তবে ছুটিয়ে কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন মেসির সতীর্থরা। আপাতত এলএমটেনকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ রোনাল্ড কোম্যানকে। হোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে আতোয়াঁ গ্রিজম্যান-জেরার্ড পিকেদের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নতুন সাইনিং মেম্পিস ডিপাই।

১৬ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের লা লিগা মিশন। এর আগে জিরোনা, স্টুটগার্ট ও সালজবার্গের বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ আর জুভেন্তাসের বিপক্ষে জুয়ান গাম্পার ট্রফির ফাইনাল দিয়ে টিম কম্বিনেশনটা দেখে নেয়ার সুযোগ পাবেন কোচ।