• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০২১, ০৮:১৬ পিএম

সোহান-আফিফ-শামীম সাহসী : প্রিন্স 

সোহান-আফিফ-শামীম সাহসী : প্রিন্স 

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান অ্যাশওয়েল প্রিন্স। সফরে আফিফ হোসেন, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী আলাদাভাবে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের নজর কেড়েছেন। 

ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সোহান ও আফিফকে দেখে আমি মুগ্ধ হয়েছি। তারা খুবই সাহসী। বিশেষ করে আফিফ, পরিস্থিতি অনুযায়ী শান্ত থেকে খেলতে পারে। সাদা বলের ক্রিকেটে এখন তাদের অনেক কিছু দেয়ার আছে। ’

নিজের অভিষেক সিরিজেই সহজাত ব্যাটিং ঝলক দেখান যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম হোসেন সম্পর্কে প্রিন্স বলেন, আমার মনে হয় শামীমও আফিফ এবং সোহানের মতোই। সেও সাহসী খেলোয়াড়। আমি মনে করি সে দারুণ এক প্রতিভা। আবারও বলতে হয় সোহান ও আফিফের মতো সাহসী এবং ভয়ডরহীন। দলের কেউ তাকে ট্যাগ দিচ্ছে না। যদি এটা ঘটে থাকে তবে সম্ভবত দলের বাইরের পরিবেশে কোথাও ঘটছে।