• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০২১, ০৫:০৯ পিএম

প্রিমিয়ার লীগ মাঠে গড়াচ্ছে মঙ্গলবার 

প্রিমিয়ার লীগ মাঠে গড়াচ্ছে মঙ্গলবার 

আরও একবার প্রিমিয়ার লীগ মাঠে গড়ানোর নতুন তারিখ নির্ধারণ করল পেশাদার লীগ কমিটি। আগামী মঙ্গলবার (৩ আগস্ট) থেকে আবারো মাঠে গড়াবে লীগের বাকি থাকা ম্যাচগুলো। বিষয়টি আজ রোববার (১ আগস্ট) পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি নিশ্চিত করেছেন।

 ৩ আগষ্ট লীগ মাঠে গড়ালেও বঙ্গবঙ্গু জাতীয় স্টেডিয়াম ছাড়া আর কোন ভেন্যুতে ম্যাচ হবে তা এখনো নিশ্চিত নয়। আজ সন্ধ্যায় পেশাদার লীগ কমিটির সভায় আলোচনা করে তা নিশ্চিত করা হবে। পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি জানিয়েছেন, “আইন শৃঙ্খলা বাহিনী সহ যেসব কর্তৃপক্ষের অনুমতি নেয়া প্রয়োজন তা নেয়া হয়েছে। আমরা ৩ তারিখ থেকেই লীগের ম্যাচ শুরু করছি।”

 তবে শঙ্কা এখনো থেকেই যাচ্ছে, ৩ আগষ্টেও মাঠে গড়াবে তো লীগ? কেননা এর আগে গত ৩০ জুলাই লীগ মাঠে গড়ানোর কথা থাকলেও ম্যাচ শুরুর ১ ঘন্টা আগে সাময়িক স্থগিত করা হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ। এবারের প্রিমিয়ার লীগে বাফুফের লীগ স্থগিত রাখার সিদ্ধান্ত এর আগেও কয়েকবার নিয়েছে। এর আগে লকডাউনের মধ্যে লীগ চালাতে চাইলেও ১ জুলাই মধ্য রাতে নোটিশ দিয়ে লীগ সাময়িক স্থগিত রাখার ঘোষণা দেয় বাফুফে। এরপর ১৪ জুলাই লীগ মাঠে গড়ালেও ঈদের কারণে ১৯ জুলাই থেকে আবারও বন্ধ থাকে লীগ। ঈদের পর ২৪ জুলাই থেকে লীগ শুরুর কথা থাকলেও ২৩ জুলাই রাতে হুট করেই লীগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বাফুফে। এরপর ৩০ জুলাইয়ের ঘটনা তো সবারই জানা।