• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৫:৫০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০২১, ১১:৫৯ পিএম

প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জৈব সুরক্ষা বলয়, নানা শর্ত, মানসিক ক্লান্তি, নিরাপত্তার কড়াকড়ি- সিরিজ শুরুর আগে এগুলোই ছিল আলোচনায়। অবশেষে অস্ট্রেলিয়া-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে শুরু হচ্ছে মাঠের লড়াই। প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

এখন পর্যন্ত টস হেরে আগে ২২ ম্যাচে আগে ব্যাট করেছে বাংলাদেশ। যার মধ্যে ৯টিতে জয় পেয়েছে টাইগাররা। আর বাকি ১২ ম্যাচে হেরেছে বাংলাদেশ। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে আগে ব্যাট করে জয় পেয়েছে বাংলাদেশ।

এখন পর্যন্ত দেশের বাইরে অস্ট্রেলিয়া টস জিতে আগে ফিল্ডিং করেছে ২৮ ম্যাচে। যার মধ্যে ১৩টি ম্যাচেই তারা জয় পেয়েছে, হেরেছে ১৫ ম্যাচ। সব মিলিয়ে টস জেতা ৪৬টি ম্যাচের ২০টিতে জিতেছে অজিরা। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন অবধি চারটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। যার সবগুলোতেই হেরেছে টাইগাররা। সর্বশেষ বেঙ্গালুরুতে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: 

নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ :

অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোজেস হেনরিকেস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড

জাগরণ/এসকে/এমএইচ