• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৭:০৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০২১, ০১:০৫ এএম

ওমানে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্প

ওমানে টাইগারদের বিশ্বকাপ ক্যাম্প

আগামী ১৭ অক্টোবর বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।  আরব আমিরাত এবং ওমানের মাটিতে হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর ৬-৭ দিন আগে ওমান যাবে বাংলাদেশ। সেখানেই এক সপ্তাহের মতো একটি কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এরপরই বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্যও ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। 

আকরাম বলেন, 'আমরা তো আগেই জানিয়ে দিয়েছি যে স্বাভাবিকভাবে আমরা ৬-৭ দিন আগে যাবো (ওমানে)। সেখানে গিয়ে আমরা অনুশীলন করবো। অবশ্যই ম্যাচ খেলার তো একটা পরিকল্পনা রয়েছে। এই সিরিজটা শেষে হলেই কোচদের সঙ্গে আলোচনা করব। যেহেতু তখন তারা জৈব সুরক্ষা বলয়ে থাকবে না। তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবো। ওদের জানিয়ে দিয়েছি যে আমরা আগে যাচ্ছি।'

কোন দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা হবে সেটা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আকরাম। তিনি জানিয়েছেন এটাও আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক করা হবে। তিনি বলেন, 'এটা আলাপ করে দেখবো, এখনই তো বলা যাচ্ছে না। দেখি ওরা কি ধরনের দল দিতে পারে আমরা কি ধরনের দলের সঙ্গে খেলবো। সেটা কিন্তু আলাপ আলোচনার মধ্যেই হবে। আলোচনাটা ওমানের সঙ্গে হবে।'

বিশ্বকাপের এক সপ্তাহ আগে ওমানে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে সেখানকার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া সম্ভব হবে বলেও মনে করেন আকরাম। তিনি জানিয়েছেন যেভাবেই হোক প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি।

আকরামের ভাষ্য, 'বিশ্বকাপের আগে যেখানে গিয়ে খেলবো সেখানে যদি ক্যাম্প করি আর কিছু ম্যাচ খেলি তাহলে উইকেট এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ভালো হবে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রস্তুতিটা খুব ভালো হবে।'