• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:০১ পিএম

চার-ছক্কার ফুলঝুরিতে আইচের লড়াকু সেঞ্চুরি

চার-ছক্কার ফুলঝুরিতে আইচের লড়াকু সেঞ্চুরি

আকবর আলীদের পর দেশকে স্বপ্ন দেখানোর লক্ষ্যে ঘরের মাঠে আফগান যুবাদের বিপক্ষে মাঠে টিম বাংলাদেশ। মেহরাবের নেতৃত্বে ২-০ তে এগিয়ে থেকে নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চাপে পড়ে আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ ৫০ ওভার শেষে পুঁজি পায় ঠিক ২২২ রানের। 

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে এক প্রান্ত আগলে রেখে কি অসাধারণ ব্যাটিংটাই না উপহার দিলেন টপ অর্ডার ব্যাটার আইচ মোল্লা। শুরুতে উইকেটের সাথে মানিয়ে নেয়া আইচ সময়ের সাথে সাথে পরিস্থিতিকে দিতে থাকেন দুহাত ভরে। অধিনায়ক মেহরাব হতাশ করলেন সহ-অধিনায়কের দায়িত্বে থাকা আইচ মোল্লা ব্যাটিংয়ে যেন নেতৃত্ব দিলেন সামনে থেকে। 

দারুণ সব দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে আইচ আজ আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে। দুই চার ও দুই ছক্কায় ৭৪ বলে ফিফটির দেখা পাওয়া আইচ সেঞ্চুরির উদযাপনে মাতেন ঠিক ১২৪ বলে, যেখানে ছিল ৭ চারের সাথে ৪ ছক্কা! 

এসকে 

দলীয় ৬ নামে ব্যাটিংয়ে নামা আইচ মোল্লা যখন মাঠ ছাড়েন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিল ১০৮ রান; দলীয়  রান ঠিক ২০২! ১০৮ রানের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে প্রথম সেঞ্চুরির উদযাপনে মাতা আইচ মোল্লা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে যা ব্যাটিং করেছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়।