• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:১৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:১৫ পিএম

নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাঘিনীরা 

নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাঘিনীরা 
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ফটো

আগামী নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপের ১০ দলের বাছাইপর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে খেলতে হবে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাবেন জাহানারা আলম-সালমা খাতুনরা। আগামী ৪ কিংবা ৫ নভেম্বর জিম্বাবুয়ে যেতে পারে বাঘিনীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল  বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্ততি স্বরূপ সিরিজটি মাঠে গড়াচ্ছে। 

ক্রিকইনফোকে নাদেল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জিম্বাবুয়ে ক্রিকেট এই সিরিজটি নিয়ে আলোচনা করেছে এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে যে আমাদের নারী দল জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে। আমরা দ্বিপাক্ষিক সিরিজের জন্য শুধু ওয়ানডে ম্যাচকে বাছাই করেছি। কারণ বিশ্বকাপ ওয়ানডে ফরম্যাটে হবে। বাছাইপর্বের আগে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক অনুশীলন হিসেবে কাজ করবে।’

গত বছরের ফেব্রুয়ারি-মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি তারা। এদিকে ২০১৯ সালে সর্বশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ নারী দল। করোনার কারণে কোনো সিরিজ আয়োজন করতে না পারায় ৬০ জন নারী ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প করেছে বিসিবি।বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত ক্যাম্পে ছিলেন বিসিবির চুক্তিতে থাকা ২২ নারী ক্রিকেটারও। 

গত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পটি শেষ হয়েছে দুটি ধাপে। অনুশীলন ছাড়াও চার দলে ভাগ হয়ে একটি ৫০ ওভারের টুর্নামেন্ট খেলেছে তারা। বাছাইপর্বের কথা মাথায় রেখেই মূলত এমন আয়োজন করেছিল বিসিবি।