• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০১:১৪ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১, ০১:১৪ এএম

মুক্তি পেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং

মুক্তি পেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং
প্রতীকী ছবি

আগামী মাসে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

সে উপলক্ষে এরই মধ্যে মুক্তি পেয়েছে আসরের থিম সং ‘লাইভ দ্যা গেম’।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একযোগে প্রকাশ করা হয়েছে গানটি।

ভারতের অমিত ত্রিবেদী এটি কম্পোজ করেছেন।

থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, আফগানিস্তানের স্পিনার রশিদ খান, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেম ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা দেখা গেছে।

গানটির ভিডিওতে সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন, ক্রিকেট-উল্লাসে মেতে উঠছেন তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।

সূত্র বলছে, মোট ৪০ জন কর্মী কাজ করেছেন থিম সংয়ের এমিনেশন তৈরিতে। আইসিসির ওয়েবসাইটে এই গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড-ম্যাক্সওয়েলরা।

 আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তত্ত্বাবধানে এবার আসর বসছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে।

২০১৬ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি মহাযজ্ঞ মাঠে গড়াচ্ছে। কোটি কোটি ক্রিকেট প্রেমীরা আগ্রহটা তাই একটু বেশিই।

জাগরণ/এমএ