• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০১:৩৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৭:৩৪ এএম

৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ

৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ
সংগৃহীত ছবি

দুয়ারে কড়া নাড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশকে মূলপর্বে খেলতে হলে পেরোতে হবে বাছাইপর্বের বাধা।

বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে ৩ অক্টোবর (রোববার) রাতে ওমানের উদ্দেশে রওনা হবে টিম টাইগার্স।

বিশ্বকাপ মিশনে মাহমুদউল্লাহ রিয়াদের টাইগার দলের সফর সূচি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২ অক্টোবর (শনিবার) জাতীয় দলের ক্রিকেটারদের হোম কোয়ারেন্টাইনে থেকে কোভিড টেস্ট দিতে হবে। পরদিন রাত ১০টা ৪৫ মিনিটে দলের ফ্লাইট। ওমানের রাজধানী মাস্কাট গিয়ে একদিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামবে টাইগাররা।

বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে (বাছাই) বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এই ম্যাচ দুটি ১২ ও ১৪ অক্টোবর হবে আবুধাবিতে।

১৭ অক্টোবর (রোববার) স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। 

বাছাইয়ে গ্রুপের চার দলের মধ্যে দুটি দল পাবে সংযুক্ত আরব আমিরাতের টিকেট। যেখানে বসবে ১২ দলের মূল আসর।

আট দল বিশ্বকাপে অংশ নেবে সরাসরি। দুটি গ্রুপ থেকে দুটি করে দল আসবে বাছাইপর্ব থেকে। সুপার টুয়েলভ নিশ্চিত হলে বাংলাদেশ ওমান ছেড়ে আরব আমিরাত যাবে ২২ অক্টোবর।

আমিরাতে একদিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে নামতে পারবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ২৩ অক্টোবর শুরু বিশ্বকাপের মূল আসর।

জাগরণ/এসএসকে