• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৩:১১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৩:১১ পিএম

অখ্যাত শেরিফের কাছে হারল রিয়াল মাদ্রিদ

অখ্যাত শেরিফের কাছে হারল রিয়াল মাদ্রিদ
লস ব্লাঙ্কোদের হারিয়ে রূপকথার জন্মও দিয়েছে শেরিফ তিরাসপুল। সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লীগে ইতিহাস গড়ে জায়গা করে নিয়ে নিজেদের জাত চিনিয়ে যাচ্ছে শেরিফ তিরাসপুল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশাল বড় অঘটনের জন্মও দিয়েছে দেশহীন এই ক্লাবটি। 

গত মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের ২৫ মিনিটে ইয়াখশিবোয়েভের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় মালডোভান ক্লাবটি। ক্রিস্তিয়ানোর ক্রস থেকে হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি। 

বিরতির পর ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লস ব্লাঙ্কোদের সমতায় ফেরায় করিম বেনজেমা। ভিনিসিউসকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফের্নান্দো ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। এ গোল করে চ্যাম্পিয়ন্স লীগে ৭২টি গোলের দেখা পান বেনজেমা। রাউলকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি।

৮৯ মিনিটে থ্রো থেকে ডি-বক্সে বল পান আদামা ত্রাওরে। তিনি খুঁজে নেন ডি-বক্সের বাইরে অরক্ষিত থিলকে। তার বুলেট গতির শট দূরের পোস্ট ঘেঁষে জড়ায় জালে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি কোর্তোয়া। অতিরিক্ত সময়ে সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বেনজেমা। ফলে ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের।  

চ্যাম্পিয়ন্স লীগে উড়তে থাকা শেরিফ দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ১ হার ও ১ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করে যথাক্রমে তিনে ও চারে অবস্থান করছে ইন্টার মিলান ও শাখতার দোনেস্ক।

নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ককে। মূলত ২-০ গোলের এই জয়েই ফুটবলবিশ্বের আলোচনায় নতুন করে এসেছে অস্বীকৃত দেশটির অখ্যাত ক্লাবটি।