• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৫:৫৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ০৫:৫৮ এএম

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব

গোলশূন্য প্রথমার্ধে আর্জেন্টাইন আধিপত্য

গোলশূন্য প্রথমার্ধে আর্জেন্টাইন আধিপত্য
ফাইল ছবি

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধে দাপটের সঙ্গেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলে মেসিবাহিনী। যেখানে খেলার ৭০ শতাংশই ছিল তাদের দখলে।

বাংলাদেশ সময় শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৫টায় শুরু হওয়া ম্যাচটিতে একাধিক সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দল। ইঞ্জুরির কারণে দলের নিয়মিত স্ট্রাইকার লাউতেরো মার্টিনেজকে ছাড়াই এদিন মাঠে নামে তারা। তার জায়গায় এদিন একাদশে ঠাঁই পান তরুণ স্ট্রাইকার জোকলিন কোরেয়া। বেশ কয়েকটি ভাল সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত কাঙ্খিত গোলের দেখা পাননি তিনি। যার মধ্যে কোরেয়াকে অন্তত দুইটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন প্যারাগুয়ান গোলরক্ষক টি. সিলভা।

পক্ষান্তরে আর্জেন্টাইন আক্রমণ সামাল দিতে গায়ের শক্তি খাটিয়ে খেলতে থাকে প্যারাগুয়ে। কাউন্টার অ্যাটাক থেকে দুটি ভাল সুযোগ সৃষ্টি করলেও আর্জেন্টিনার দুর্ভেদ্য রক্ষণ দুর্গে সেগুলো মুখ থুবড়ে পড়ে।

এসকে