• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৪:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ০৪:০৭ পিএম

শতভাগ জয়ের ধারায় ব্রাজিল

শতভাগ জয়ের ধারায় ব্রাজিল

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জিতে বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচ খেলে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ব্রাজিল। স্কোরলাইন বলছে, সহজ জয়ই পেয়েছে সেলেসাওরা০। তবে ফলাফলে ম্যাচের প্রতিফলন বোঝাতে আসলে দুষ্কর। ম্যাচের প্রায় এক-তৃতীয়াংশ সময় পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লেখাটা তিতের দলকে অবশ্য দারুণ স্বস্তি দিচ্ছে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ভেনেজুয়েলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ব্রাজিলের পিএসজি তারকা নেইমার।  দাঁতের সমস্যায় মিডফিল্ডের সবচেয়ে বড় ভরসা কাসেমিরোও  ছিলেন না। অন্যদিকে গত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে লাল কার্ড দেখার পর এই প্রথম শুরুর একাদশে নামেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। স্বাভাবিকভাবেই তাদের ছাড়া ব্রাজিলকে ভুগতে হলেও তাদের শেষের ঝড় প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছে।

ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় ভেনেজুয়েলা। ডান দিক থেকে ইয়েফেরসন সোতেলদোর দারুণ ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকানোর চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান মার্কিনহোস ও ফ্যাবিনহো। অরক্ষিত হয়ে পড়া এরিক রামিরেস গোল করে এগিয়ে দেন ভেনেজুয়েলাকে।

২৩ মিনিটে লুকাস পাকেতার ডিফেন্স চেরা পাসে ডি-বক্সে বল পেয়ে যান এভেরতন রিবেইরো। তার শট বল প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে ক্রসবারে লাগে। ফিরতি বলে সুযোগ কাজে লাগাতে পারেননি বারবোসা। ৪৩ মিনিটে আদালবের্তো পিনারান্দার শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। যোগ করা সময়ে দারউইন মারচিসের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি।  

৭১ মিনিটে খেলায় সমতা আনেন মার্কিনহোস। রাফিনিয়ার কর্নারে লাফিয়ে জোরালো হেড করেন তিনি। লক্ষ্যে এটাই ছিল ব্রাজিলের প্রথম শট, তাতেই আসে প্রতীক্ষার ফল।
ভেনেজুয়েলার অস্কার গনসালেস ৮৫ মিনিটে বারবোসাকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় ব্রাজিল। স্পট কিকে সফরকারীদের এগিয়ে নেন বারবোসা নিজেই। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন অ্যান্থনি। রাফিনিয়ার কাটব্যাকে গোলমুখে বল পেয়ে শট নেন তিনি। গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন বদলি নামা এই ফরোয়ার্ড।

 ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইয়ে সবার ওপরে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনা আছে ৮ পয়েন্ট পেছনে।