• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১২:৫০ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১০, ২০২১, ১২:৫০ এএম

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন রুবেল

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন রুবেল
রুবেল হোসেন ● ফাইল ফটো

খানিক চমক হিসেবেই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে গেলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। যদিও রিজার্ভ খেলোয়াড় হিসেবে ওমানে যাওয়া এই পেসার ছিলেন না শুক্রবারের অনানুষ্ঠানিক ম্যাচেও। 

শনিবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের নির্বাচক কমিটির সিদ্ধান্তে বিশ্বকাপ স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে নেয়া হয়েছে রুবেলকে। 

সূত্র বলছে, ডানহাতি পেসার তাসকিন আহমেদের ইনজুরি শঙ্কায় রুবেলকে স্কোয়াডে নেয়া হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। পাশাপাশি রিজার্ভ হিসেবে রাখা হয়েছিলো পেসার রুবেল হোসেন ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। এ দুজনকে সঙ্গে নিয়েই ওমান গিয়েছিলো টাইগাররা।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, কাজী নূরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

রিজার্ভ : আমিনুল ইসলাম বিপ্লব।

জাগরণ/এমএ