• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৩:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০২১, ০৯:৫০ পিএম

প্রথমবার পয়েন্ট হারাল ব্রাজিল

প্রথমবার পয়েন্ট হারাল ব্রাজিল
দুই দলের ডেডলক ভাঙতে না পারায় সমতায় ম্যাচ শেষ হয় । সংগৃহীত

কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে এবারের বাছাইপর্বে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে ব্রাজিল।

সোমবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে একাদশে ফিরেছিলেন নেইমার; চারটি কি পাস দিয়েছেন, তিনটি ক্রস ও ৬ টি লং বল। মাঝমাঠে লুকাস পাকুয়েতার সাথে মিলে তার রসায়নে ব্রাজিলের জন্য সৃষ্টি হচ্ছিল একের পর এক সুযোগ। কিন্তু কোন সুযোগই কাজে লাগাতে পারেননি গ্যাব্রিয়েল বারবোসা, জেসুস, অ্যান্টনি এমনকি নেইমার-পাকুয়েতা নিজেরাও।

কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও-হুয়ান কুইন্টেরোরাও যে ঘরের মাঠে খুব একটা সুযোগ কাজে লাগাতে পেরেছে তা নয়। ৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো কলম্বিয়া, যদি কুইন্টেরোর হেডার বক্সের বাইরে গিয়ে না পড়তো।

দ্বিতীয়ার্ধে দুই দলের খেলাতেই আরেকটু গতি আসে, আগের ম্যাচের দুই নায়ক রাফিনহা ও অ্যান্টনিকে নামিয়ে ব্রাজিলকে আরেকটি জয় পাওয়াতে সচেষ্ট হন কোচ তিতে। কিন্তু আজ তারাও হতাশ করেছেন। কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা আজ যেন গিয়েছিলেন চীনের মহাপ্রাচীর, নয়তো ৮৬ মিনিটে রাফিনহার পাস থেকে অ্যান্টনির ওই শট কিভাবে ঠেকিয়ে দেন তিনি। 

বাছাইয়ে এ পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ বেশি খেলা কলম্বিয়া ১৫ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।