• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০২১, ০৪:০৫ পিএম

আইসিসির মাস সেরা লামিচানে-হিদার

আইসিসির মাস সেরা লামিচানে-হিদার

সেপ্টেম্বর মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হলেন ইংল্যান্ডের হিদার নাইট (নারী) ও নেপালের স্বন্দ্বীপ লামিচেনে (পুরুষ)। সোমবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)।

সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় এনে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ৬ জন ক্রিকেটার মনোনীত হয়েছিলেন। জিতেছেন ২ জন।

পুরুষ বিভাগের মনোনয়ন পেয়েছিলেন- নাসুম আহমেদ (বাংলাদেশ), স্বন্দ্বীপ লামিচানে (নেপাল), যশকরণ মালহোত্রা (যুক্তরাষ্ট্র)। নারী বিভাগের মনোনয়ন পেয়েছিলেন- চার্লি ডিন (ইংল্যান্ড), হিদার নাইট (ইংল্যান্ড) ও লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতাতে ইংল্যান্ড নারী দলের হয়ে পারফর্ম করেছেন হিদার নাইট। ১ম ম্যাচে ৮৯ রান করা হিদার ৪র্থ ম্যাচে করেন ১০১ রান। এই নারী অলরাউন্ডার ৫ ওয়ানডেতে করেন ২১৪ রান ও নেন ৩ উইকেট।

নেপালের স্বন্দ্বীপ লামিচানে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ ২ এ পারফর্ম করেছেন। সেখানে ৬ ম্যাচে ১৮ উইকেট নেন তিনি। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ ও ১১ রানে ৬ উইকেট নেয়ার পর ওমানের বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।