• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১২:৫২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০২১, ১২:৫২ এএম

আইপিএল

চেন্নাইয়ের ঘরে চতুর্থ শিরোপা

চেন্নাইয়ের ঘরে চতুর্থ শিরোপা
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে ৯ বছর আগে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ফাইনালে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে কেকেআর। যেটা ছিল তাদের এই প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হওয়া।

২০১২ সালের পর এবারের ফাইনালেও চেন্নাইয়ের সামনে হাজির হয়েছিল কলকাতা। কিন্তু এবার কেকেআর ২৭ রানের ব্যবধানে চেন্নাইয়ের কাছে হেরেছে।

এই জয়ে আইপিএলে নিজেদের চতুর্থ শিরোপা জিতল চেন্নাই।

শুক্রবার (১৫ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। চতুর্থ শিরোপা ঘরে তোলার মিশনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ফাফ ডু প্লেসিসের দুর্দান্ত ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের সামনে রানের পাহাড় দাঁড় করায় চেন্নাই সুপার কিংস।  

ব্যাটিংয়ে নেমে ঝড়ের আভাস দিচ্ছিলেন গায়কোয়াড। ডু প্লেসিসকে নিয়ে ৮ ওভারেই ৬১ রান সংগ্রহ করে চেন্নাই। নবম ওভারের প্রথম বলে সুনীল নারিনের বলে শিভম মাভীর হাতে ধরা পড়ে বিদায় নেন গায়কোয়াড। এর আগে অবশ্য ২৭ বলে ১ ছয় ও ৩ চারের সাহায্যে ৩২ রান করেন তিনি।

এরপর রবীন উথাপ্পাকে নিয়ে ইনিংস মেরামতের কাজটা দারুণভাবে সারেন অভিজ্ঞ ডু প্লেসিস। দুজন মিলে দ্বিতীয় উইকেটে পরের ৫ ওভারে ৬৩ রান সংগ্রহ করেন। যেখানে রুদ্রমূর্তি ধারণ করেন উথাপ্পা। মাত্র ১৫ বলে ৩ ছয়ের সাহায্যে ৩১ রান সংগ্রহ করে নারিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

উথাপ্পার বিদায়ের পর তৃতীয় উইকেটে মঈন আলীকে নিয়ে শেষ ছয় ওভারে দলীয় সংগ্রহকে ১৯২ রানে নিয়ে যান ডু প্লেসিস। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে শিভম মাভীর বলে আইয়ারের হাতে ধরা পড়ার আগে ৫৯ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ডু প্লেসিস। যেখানে ৩টি ছয় ও ৭টি চারের মার ছিল। মঈন আলী শেষ দিকে ২০ বলে ৩ ছয় ও ২ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন।

কলকাতার হয়ে নারিন ২টি ও শিভম মাভি ১টি উইকেট লাভ করেন। সাকিব আল হাসান ৩ ওভার বল করে ৩৩ রান দেন।

জাগরণ/এসএসকে/এমএ