• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৮:১০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০২১, ০২:১৪ এএম

মাশর‍াফীকে ছাড়ালেন রিয়াদ

মাশর‍াফীকে ছাড়ালেন রিয়াদ

মাশর‍াফী বিন মোর্ত্তজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন ২০১৭ সালে। সে বছরই শর্টার ফরম্যাটে বাংলাদেশের নেতৃত্বের ভার পড়ে সাকিব আল হাসানের ওপর। সাকিবের পর ২০১৮ সালে টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। তিন বছর ধরে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বে থাকা রিয়াদ দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গড়েছেন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে টস করতে নেমে ছুঁয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক মাশর‍াফী বিন মোর্ত্তজাকে। সে ম্যাচের আগে মাশরাফী বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল ২৮ ম্যাচে।ওমানের বিপক্ষে টস করতে নেমেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়ক বনে যান রিয়াদ।

২০১৪ সালে টি-টোয়েন্টির অধিনায়কত্ব গ্রহণের পর মাশরাফীর নেতৃত্বে ২৮ ম্যাচে জয় আসে ১০ ম্যাচে হারে ১৭ ম্যাচে বাকী এক ম্যাচের ফলাফল আসেনি। পরিসংখ্যান বিচারে অবশ্য মাশরাফীকে ছাড়িয়ে গেছেন রিয়াদ। ম্যাশের সমান ম্যাচে ১৫ ম্যাচে হারের পাশাপাশি রিয়াদের অধীনে বাংলাদেশ জয় পায় ১৩ ম্যাচে।

শুধু মাশরাফীই না জয়ের পরিসংখ্যানে সবাইকেই ছাড়িয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধীনে বাংলাদেশের জয় ৪৬ দশমিক ৪২ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ২৩ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশি। যেখানে জয় ৮টিতে, হেরেছে ১৪ ম্যাচে। ২১ ম্যাচে বাংলাদেশ নেতৃত্ব দিয়ে ৭ জয়ের বিপরীতে ১৪ হার এনে দেয়া সাকিব আল হাসান আছেন মুশফিকের পরেই।