• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৭:৪২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২১, ০৭:৪২ পিএম

বাজে ফিল্ডিং-বোলিংয়ে বাংলাদেশের পরাজয় 

বাজে ফিল্ডিং-বোলিংয়ে বাংলাদেশের পরাজয় 

১৭২ রানের লক্ষ্য শারজাহ্ এর মাঠে ব্যাটসম্যানদের জন্য অনেক চ্যালেঞ্জিং। বাংলাদেশও শুরু করলো স্পিন দিয়েই। মূলপর্ব দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামা নাসুমকে প্রথম ওভারেই বোলিংয়ে আনেন মাহমুদউল্লাহ্ রিয়াদ। প্রথম ওভারেই কুশাল পেরেরাকে বোল্ড করে শুন্য হাতে ফেরান নাসুম।

পাওয়ার প্লেতে মাহমুদউল্লাহ বোলিংয়ে আনেন আরো তিনজন বোলারকে। মুস্তাফিজুর বাদে বোলিংয়ে আসেন মাহেদী,সাকিব ও সাইফুদ্দিন। ৬ ওভার শেষে শ্রীলংকা ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৪ রান যা লংকানদের ম্যাচে এগিয়ে রাখে। সপ্তম ওভারে মুস্তাফিজুরকে আনেন কাপ্তান, ফিজের ওভারে ১৩ রান, ৭ ওভার শেষে লংকানদের নিয়ে যায় ৬৭ রানে।নবম ওভারের শুরুর বলে ত্রাতা হয়ে আসেন সাকিব আল হাসান। নিসানকাকে নিজের আর্ম বলে বোল্ড করেন তিনি। এরপর আভিস্কা ফার্নান্দোকেও ইয়র্কারের ফাঁদে ফেলে শুন্য রানে ফেরান সাকিব। সাকিবের ১ রানের ওভারের পর ৭২ রানে ৩ উইকেটে শ্রীলংকা।

 ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮০ রান করে শ্রীলংকা৷ শেষ ১০ ওভারে লংকানদের দরকার ৯২ রান। সেখান থেকেই বড় একটা পার্টনারশিপ গড়ে ফেলে শ্রীলংকা। শেষ ৩৫ বলে শ্রীলংকার দরকার ৫০ রান। ততক্ষণে উইকেটে টিকে যাওয়া দুই ব্যাটসম্যানের ক্যাচই মিস করেছেন লিটন।
জীবন পাওয়া রাজাপাকশে পরের ওভারে তান্ডব চালালেন। সাইফুদ্দিনের ওভারে ২২ রান নিলেন তিনি। শেষ চার ওভারে শ্রীলংকার দরকার ২৪ রান। ১৭ ওভার শেষে শ্রীলংকা করে ১৫৯ রান। খুব সহজেই ম্যাচটা জিতে নেই শ্রীলংকা।