• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২১, ০২:২১ পিএম

সাইফউদ্দিনের ইনজুরিতে ভাগ্য খুলল রুবেলের

সাইফউদ্দিনের ইনজুরিতে ভাগ্য খুলল রুবেলের
সাইফউদ্দিন ও রুবেল

পিঠের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে সাইফউদ্দিনকে পাচ্ছে না বাংলাদেশ। পেস অলরাউন্ডারের জায়গায় ১৫ জনে অন্তর্ভূক্ত হয়েছে রুবেল হোসেন।

 

বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুবেলকে বদলি নেয়ার অনুমোদন দিয়েছেন তারা।

মূল দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন রুবেল। সাইফের চোটে বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হয়েছে এ পেসারের।

রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল দলের সঙ্গে। সেখান থেকে আমিনুলকে পাঠিয়ে দেয়া হয় দেশে, পেসারদের চোট নিয়ে শঙ্কা থাকায় রেখে দেয়া হয় রুবেলকে।

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আজ  ইংল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল চারটায়।

জাগরণ/এমএ