• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০২:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২১, ০৮:৩৪ পিএম

টি ২০ বিশ্বকাপ

সুযোগের অপেক্ষায় থাকবে বাংলাদেশ

সুযোগের অপেক্ষায় থাকবে বাংলাদেশ
ফাইল ফটো

টি ২০ ক্রিকেটে পথচলা শুরুর ১৫ বছরে এসেও ইংল্যান্ডের সাক্ষাৎ পায়নি বাংলাদেশ। অবশেষে বিশ্বকাপে আজ এই সংস্করণে প্রথম ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। পরিষ্কার ফেভারিট হিসাবে মাঠে নামবে ইংল্যান্ড। তবে বাংলাদেশের যে জয়ের সম্ভাবনা নেই তা মানতে নারাজ বোলিং কোচ ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড আগ্রাসী ক্রিকেট খেলেছে।

বাংলাদেশের বিপক্ষেও সেভাবে খেলার সম্ভাবনা বেশি। এখানেই সুযোগ দেখছেন বাংলাদেশের বোলিং কোচ। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) গিবসন বলেন, ‘জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্নটা অদ্ভুত। অবশ্যই যে কোনো দলকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে পারি।’

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে চার দেখায় বাংলাদেশের জয়-পরাজয় দুটি করে। টি ২০ ক্রিকেটে র‌্যাংকিংয়ের শীর্ষ দলটির শক্তি-সামর্থ্য দেখে ভড়কে যাচ্ছেন না গিবসন।

তিনি বলেন, ‘ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে, যদি ওদের চ্যালেঞ্জ জানাতে চাই বা জিততে চাই। আমরা যাই করব, সেটা নিখুঁত হতে হবে এবং নিজেদের ওপর আস্থা রাখতে হবে।’

তিনি বলেন, ‘ইংল্যান্ড আমাদের ভীষণভাবে চেপে ধরার চেষ্টা করবে এবং একই সঙ্গে আমাদের সুযোগও দেবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫ রান তাড়া করতেই ওদের চার উইকেট পড়ে গিয়েছিল। এই জিনিসগুলোকে আমরা ইতিবাচকভাবে নিতে পারি। আমাদের নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং মনে রাখতে হবে যে ওরা আমাদের সুযোগ দেবে।’

গিবসন এক সময় ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন। তাদের শক্তি, দুর্বলতা সবই জানা গিবসনের। ইংল্যান্ড কিভাবে খেলে বা এই ফরম্যাটে কীভাবে এগিয়েছে সবই জানা গিবসনের। সেই অভিজ্ঞতা থেকেই মাহমুদউল্লাহদের করণীয় বলে দিচ্ছেন তিনি।

‘ইংল্যান্ড ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে। আমি আমাদের বোলার ও ব্যাটারদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। ওদের বোলাররা সবসময় উইকেট নেওয়ার চেষ্টা করবে। ব্যাটাররাও সবসময় রান করে বোলারদের চাপে রাখতে চাইবে।’

তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে অস্থির না হওয়ার বার্তা দিয়েছি ছেলেদের। একটা ভালো বল করেও হয়তো মার খাবে, কিন্তু তখন শান্ত থাকতে হবে। এভাবেই তারা খেলে, এটাই তাদের মানসিকতা। সেই সঙ্গে আমরা উইকেট নেওয়ার সুযোগও পাব। আমাদের শান্ত থাকতে হবে।

জাগরণ/এসএসকে/এমএ