• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৪:১৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২১, ০৪:১৮ পিএম

আবারো টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব

আবারো টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে একটা সুখবর পেলেন সাকিব আল হাসান। মোহাম্মদ নবীকে সরিয়ে আবারো তিনি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে উঠে এসেছেন।

বুধবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ব্যাট হাতে ৪ ম্যাচ থেকে করেছেন ১১৮ রান। এমন পারফরম্যান্সের সুবাদে ২৯৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। দুইয়ে থাকা আফগান অধিনায়ক নবীর রেটিং ২৭৫।

টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসানের। বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৫ উইকেট নিলেও এবারের আসরে নজর কেড়েছে ডানহাতি এই অফ স্পিনারের মিতব্যয়ী বোলিং।

বল হাতে দারুণ পারফর্ম করার সুবাদে টি-টোয়েন্টির বোলারদের র‍্যাংকিংয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন।  ডানহাতি এই অফ স্পিনারের বর্তমান রেটিং পয়েন্ট ৬২১। এদিকে ৬৩২ রেটিং নিয়ে আটে সাকিব এবং ৬১৪ রেটিং নিয়ে বোলারদের র‍্যাংকিংয়ে দশ নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।