• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০২১, ১০:২৪ পিএম

লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি, লাগাম হাতে বাংলাদেশ

লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি, লাগাম হাতে বাংলাদেশ

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। একইসঙ্গে তিনি পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন রেকর্ড জুটি। এখন পর্যন্ত বাংলাদেশ দলের স্কোর ৪ উইকেটে ২৩৫ রান । ১৯৯ বলে সেঞ্চুরি পাওয়া লিটন ১০ চার ও ১ ছক্কার মারে ঠিক ১০০ এবং মুশফিক ১৭৪ বলে ৯ চারের মারে ৭৭ রানে অপরাজিত আছেন। 

মাত্র ৬৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ যখন চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই অলআউট হওয়ার প্রহর গুণতে শুরু করেছিল বাংলাদেশ, তখনই মুশফিক আর লিটনের অবিচ্ছিন্ন ১৮৬ রানের জুটি দলকে দারুণভাবেই নিরাপদ অবস্থানে নিয়ে এসেছে। সাগরিকার মাঠে পঞ্চম উইকেটে এটি টাইগারদের সর্বাধিক রানের জুটি।  

শুক্রবার (২৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা। টস জিতে বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন সাদমান ইসলাম ও সাইফ হাসান। প্রথম ওভারেই শাহিন আফ্রিদির মুখোমুখি সাদমান। তার ওভারটি দেখেশুনে খেলেন এই ওপেনার। তবে প্রথম ওভারেই আউট হতে পারতেন তিনি। শাহিনের প্রথম ওভারে সাদমানের ব্যাটের কানায় লেগে তালুবন্দী করেন উইকেটকিপার রিজওয়ান। কিন্তু কেউ আবেদন না করায় প্রথম ওভারেই বেঁচে যান সাদমান।
দ্বিতীয় ওভারে হাসান আলীকে চার মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন সাইফ। দুই ওপেনার মিলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির করা বাউন্সার সামলাতে গিয়ে আবিদ আলির হাতে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। আউট হওয়ার আগে করেন ১৪ রান।

দলীয় ৩৩ রানে হাসান আলীর বলে এলবিডাব্লিউ হলেন সাদমান ইসলাম। পাকিস্তানের আবেদনে আউটের সিদ্ধান্তে দিলে রিভিউ নিয়েছিলেন বাংলাদেশের ওপেনার। কিন্তু উইকেট বাঁচাতে পারেননি। ২৮ বলে ১৪ রান করেন সাদমান। তিনটি চার ছিল তার ইনিংসে। দলীয় অধিনায়ক মুমিনুল হক মাত্র ৬ রানেই ফেরেন প্যাভিলিয়নে । আর শান্তর সংগ্রহ ১৪ রান। 

ব্যাটিং বিপর্যয়ের পর দলটাকে তো খাঁদের কিনারা থেকে টেনে এনেছেন মুশফিক আর লিটন। দুজনে মিলে শাহীন আফ্রিদি-হাসান আলীদের পেস এবং সাজিদ খান-নুমান আলীর স্পিন সামলেছেন শুরু থেকেই। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে খেলতে থাকেন স্বভাবসুলভ সব দৃষ্টিনন্দন শটস। ৫টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ৯৫ বলে লিটন তুলে নেন ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি।