• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ১১:৪৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৯, ২০২১, ১১:৪৪ এএম

ভিনিসিয়াসের দারুণ গোলে জিতল রিয়াল

ভিনিসিয়াসের দারুণ গোলে জিতল রিয়াল

ম্যাচের শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করল রিয়াল মাদ্রিদ।

গত রোববার (২৮ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের ১১ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় সেভিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডার মার্কোস আকুনার কর্নারে ১২ গজ দূর থেকে হেডে গোলটি করেন অরক্ষিত স্প্যানিশ স্ট্রাইকার রাফা।

খানিকপর ব্যবধান দ্বিগুণ হতে দেননি রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। আলগা বল পেয়ে রাফার প্রচেষ্টা প্রথমে গোললাইন থেকে ফেরান ডাভিড আলাবা। ফিরতি বলে ওয়ান-অন-ওয়ানে রাফার শট পা দিয়ে ফেরান বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া।

৩১ মিনিটে সেভিয়ার ভাগ্যে গোল জোটেনি;  ডি-বক্সের বাইরে কাসেমিরোকে কাটিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের জোরালো শট ক্রসবারে লাগে।

পরের মিনিটেই সৌভাগ্যে পাওয়া গোলে সমতায় ফেরে রিয়াল। প্রায় ৩০ গজ দূর থেকে এদের মিলিতাওয়ের শটে তেমন বিপদ ছিল না। গোলরক্ষক বোনোর হাত ছুঁয়ে বল পোস্টে লেগে ফাঁকায় চলে যায়। ছুটে গিয়ে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান করিম বেনজেমা। চলতি লা লিগার সর্বোচ্চ স্কোরার বেনজেমার গোল সংখ্যা বেড়ে হলো ১১টি, ১৩ ম্যাচে। 

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ভিনিসিয়াস জুনিয়র। বাম দিকে মিলিতাওয়ের ক্রস বুক দিয়ে নামিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে সামনে এগিয়ে গিয়ে জোরালো শটে ওপরের কোণা দিকে ঠিকানা খুঁজে নেন ২১ বছর বয়সী ফুটবলার। ১৪ ম্যাচে তার গোল হলো ৯টি।

ইনজুরি সময়ে সতীর্থের ক্রসে সেভিয়ার টমাস ডেলানির হেড অসাধারণ নৈপুণ্যে ফিরিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন কোর্তোয়া।

এই জয়ে রিয়ালের ১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৩৩। দিনের আরেক ম্যাচে কাদিসকে ৪-১ গোলে হারানো অ্যাতলেটিকো মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আছে এস্পানিওলের কাছে ১-০ গোলে হারা রিয়াল সোসিয়েদাদ। ২৮ পয়েন্ট নিয়ে চারে সেভিয়া। এর মধ্যে সোসিয়েদাদ খেলেছে ১৫ ম্যাচ। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বার্সেলোনা।