• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১১:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০২১, ০৫:৫৫ এএম

ছুটি চেয়ে সাকিবের আনুষ্ঠানিক আবেদন

ছুটি চেয়ে সাকিবের আনুষ্ঠানিক আবেদন
সাকিব আল হাসান ● ফাইল ফটো

বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্যের পরপরই নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে বোর্ডে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান।

জানা গেছে, ‘জরুরি পারিবারিক প্রয়োজনের’ কথা উল্লেখ করে সফর থেকে ছুটি চেয়ে বিসিবির প্রধান নির্বাহীর কাছে চিঠি দিয়েছেন সাকিব।

তবে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কিংবা সাকিব নিজেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি চিঠি দেয়ার বিষয়ে।

এই সফরে না যেতে চেয়ে মৌখিকভাবে আগেই বিসিবি সভাপতিকে জানিয়েছিলেন সাকিব।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি জানান, ‘মৌখিক অনুরোধকে তারা বিবেচনা করছেন না।’

ছুটি চাওয়ার ঘটনা সাকিবের এবারই প্রথম নয়। গত মার্চে নিউ জিল্যান্ড সফর থেকেও তিনি ছুটি নেন পারিবারিক কারণে। পরে এপ্রিলে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজেও যান নি। আইপিএলে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেয়ার জন্য তখন তিনি ছিলেন ভারতে। এর আগে ২০১৮ সালে তিনি ৬ মাসের বিরতি চেয়েছিলেন ক্রিকেট থেকে। তখন বিসিবি তাকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি দিয়েছিল।

জাগরণ/এসএসকে