• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০১:১৩ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩০, ২০২১, ০১:১৩ এএম

করোনায় আক্রান্ত বার্সার ৭ ফুটবলার

করোনায় আক্রান্ত বার্সার ৭ ফুটবলার
প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রভাবে হিমশিম খেয়েছে প্রিমিয়ার লিগ। বাতিল করতে হয়েছে একের পর এক ম্যাচ। এবার কার্যত এমন পরিস্থিতির দিকে এগোচ্ছে স্প্যানিশ লা লিগাও। প্রথমাবস্থায় তিনজন করোনায় আক্রান্তের পর এবার বার্সেলোনার আরো চারজন আক্রান্ত হয়েছেন করোনায়।

মঙ্গলবার ও বুধবার দুইটি পৃথক বিবৃতিতে কাতালান নতুন করে আক্রান্তদের খবর নিশ্চিত করে। যেখানে রয়েছেন সামুয়েল উমতিতি, উসমান দেম্বেলে, গাভি ও আলেহান্দ্রো বালদে। বিবৃতিতে জানানো হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এর আগে সোমবার লংলে ও দানি আলভেসের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপর সেই তালিকায় মঙ্গলবার যোগ হয় ডিফেন্ডার জর্দি আলবার নাম। এবার নতুন করে আরও চারজনের নাম জানিয়েছে ক্লাবটি। কাতালান শিবিরে এখন সর্বমোট করোনায় আক্রান্ত ফুটবলারের সংখ্যা সাত।

রোববার বড়দিনের ছুটির পর লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে বার্সেলোনার। কিন্তু ফুটবলারদের এমন করোনায় আক্রান্ত হওয়ার কারণে ম্যাচটি অনিশ্চতায় রয়েছে।

জাগরণ/এসএসকে